কিশোরীকে অশ্লীল বার্তা: সাবেক মার্কিন কংগ্রেস সদস্যের জেল

যুক্তরাষ্ট্রে এক কিশোরীকে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগে দোষী সাব্যস্ত নিউ ইয়র্কের সাবেক ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য অ্যান্থনি ওয়েইনারকে ২১ ‍মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

>>রয়টার্স
Published : 25 Sept 2017, 05:37 PM
Updated : 25 Sept 2017, 05:37 PM

ম্যানহাটানের ডিস্ট্রিক্ট জাজ ডেনিস কোট সোমবার ওয়েইনারের সাজা ঘোষণা করেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন ৫৩ বছর বয়স্ক ওয়েইনার ।

গত মে মাসে ওয়েইনার ১৫ বছরের এক কিশোরীকে অশ্লীল মেসেজ পাঠিয়ে যৌন নিপীড়নের অভিযোগ স্বীকার করেন এবং ২৭ মাস বা তার কম সাজা হলে আপিল করবেন না বলে রাজি হন।

আদালতে সাজা ঘোষণার আগে ওয়েইনার বলেন, “আমি অনেক দিন ধরেই অসুস্থ ছিলাম। কিন্তু আমি যে ক্ষতি করেছি সেজন্যও আমি দায়ী।”

৬ নভেম্বরে ওয়েইনারের সাজা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ওয়েইনারের আইনজীবী শারীরিক অসুস্থতার কথা বলে তাকে কারাগারে না রেখে প্রোবেশনে রাখার আবেদন করেছেন বলে জানায় রয়টার্স।

নর্থ ক্যারোলিনার হাইস্কুল পড়ুয়া ওই শিক্ষার্থীর সঙ্গে স্পষ্টভাষায় যৌনতা বিষয়ক মেসেজ চালাচালি করেছিলেন ওয়েইনার। যা ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুতর ভূমিকা রেখেছে। কারণ, ওয়েইনারের স্ত্রী হুমা আবেদিন হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচার শিবিরের গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

তদন্ত কর্মকর্তারা হুমা আবেদিনের ল্যাপটপ থেকেই ওয়েইনারের পাঠানো ওই অশ্লীল বার্তাগুলো খুঁজে পায়।

ওই ঘটনার পর হুমা আবেদিন ডিভোর্সের আবেদন করেছেন। যদিও রায় ঘোষণার দিন ওয়েইনারের হাতে তাদের বিয়ের আংটি দেখা গেছে।