ভূকম্পন: উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার সন্দেহ

উত্তর কোরিয়ায় একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে থেকে ৫০ কিলোমিটারের মধ্যে ৩ দশমিক ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2017, 12:21 PM
Updated : 23 Sept 2017, 12:25 PM

‘পরমাণু অস্ত্রের বিস্ফোরণ থেকে এ কম্পনের সৃষ্টি হয়েছে’ বলে ধারণা চীনের; যদিও দক্ষিণ কোরিয়া প্রাথমিকভাবে প্রাকৃতিক কারণ বলছে।

গত ৩ সেপ্টেম্বর হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সেবার পানগেয়ি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছেই ৬ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল।

যার জেরে দেশটির উপর নতুন করে কঠোর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

বিবিসি জানায়, সেবারের তুলনায় এবারে ভূমিকম্পের মাত্রা কম ছিল।

দক্ষিণ কোরিয়ার আবহাওয়া অফিসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এবারের ভূমিকম্পটিও হামগিঅং প্রদেশের পানগেয়ি-রি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে মাটির শূন্য কিলোমিটার গভীরে অনুভূত হয়েছে।

কৃত্রিম ভূমিকম্পের কারণে যে বিশেষ ধরণের শব্দতরঙ্গের সৃষ্টি হয় এবারের ভূমিকম্পে সেটা পাওয়া যায়নি। যে কারণে ভূমিকম্পটি প্রাকৃতিক কারণেই হয়েছে বলে ধারণা দক্ষিণ কোরিয়া।

‘কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট বেন ট্রিটি অর্গানাইজেশন’র বিশ্লেষকরা ভূমিকম্পের কারণ পরীক্ষা করে দেখছেন বলে জানান সংস্থার নির্বাহী সচিব লাসিনা জারব।

এক টুইটে তিনি বলেন, “আগের পারমাণবিক পরীক্ষা স্থলের ৫০ কিলোমিটারের মধ্যে এবারের ভূমিকম্প হয়েছে।”