লন্ডনে ট্রেনে বোমা: ২ সন্দেহভাজন মুক্ত

যুক্তরাজ্যের লন্ডনে টিউব ট্রেনে বোমা হামলা ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক দুই ব্যক্তিকে ছেড়ে দিয়েছি পুলিশ।

>>রয়টার্স
Published : 22 Sept 2017, 09:06 AM
Updated : 22 Sept 2017, 09:06 AM

লন্ডন পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ১৬ সেপ্টেম্বর হাউন্সলো এলাকা থেকে আটক ২১ বছরের তরুণ এবং চারদিন পর নিউপোর্ট এলাকা থেকে আটক ব্যক্তির ( ৪০) বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ ছাড়াই তাদের মুক্তি দিয়েছে পুলিশ।

বিবৃতিতে বলা হয়, “এ ঘটনায় জড়িত সন্দেহে আটক আরও চার ব্যক্তি আমাদের হেফাজতে আছে এবং চারটি ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। এ হামলার পেছনে কারা ছিল তাদের খুঁজে বের করতে গোয়েন্দারা ব্যাপক অনুসন্ধান চালাচ্ছেন।”

গত ১৫ সেপ্টেম্বর সকালে লন্ডনের দক্ষিণ-পশ্চিমাংশে পারসন্স গ্রিন টিউব স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের জনাকীর্ণ একটি বগিতে ঘরে তৈরি একটি বোমার বিস্ফোরণ ঘটে, আহত হয় ৩০ জন।

এটা এ বছর যুক্তরাজ্যে এখন পর্যন্ত পঞ্চম বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা।

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

যদিও তাদের দাবির সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।