যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যাকারী পুলিশের মুক্তির প্রতিবাদ, গ্রেপ্তার ৮০

ছয় বছর আগে কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে গুলি করে হত্যাকারী এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্যকে মুক্তি দেওয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে টানা তৃতীয় রাতের মত বিক্ষোভ চলছে। গ্রেপ্তার হয়েছে ৮০ জনেরও বেশি বিক্ষোভকারী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2017, 02:48 PM
Updated : 18 Sept 2017, 02:48 PM

২০১১ সালে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জেসন স্টকলের (৩৬) গুলিতে অ্যান্থনি লামার স্মিথ (২৪) নামের এক কৃষ্ণাঙ্গ তরুণ মারা যায়। স্টকলের বিরুদ্ধে ওই সময় হত্যার অভিযোগ আনা হলেও গত শুক্রবার তাকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

এর বিরুদ্ধে শুক্রবার রাতেই একদল লোক বিক্ষোভ শুরু করে। শনিবার রাতেও বিক্ষোভকারীরা জড় হয় এবং শান্তভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

কিন্তু রোববার রাতে বিক্ষোভকারীদের ছোট একটি দল ভাংচুর শুরু করে এবং সড়ক অবরোধের চেষ্টা করে।

এ রাতে প্রায় এক হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছিল বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

তদের আটকাতে দাঙ্গা পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে এবং ৮০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে।

মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে শহরটির মেয়র লিডা ক্রেউসন বলেন, “অধিকাংশ বিক্ষোভকারীই শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছে। সেখানে উপস্থিত ছোট একটি দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে।”

ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার লরেন্স ও’টুল বলেন, “পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, এটি আমাদের নগর এবং আমরা এর সুরক্ষা করব।”

বিক্ষোভস্থল থেকে প্লাস্টিকের বোতল ভরা অজ্ঞাত রাসায়নিক দ্রব্য এমনকি ছোট আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টুইটারে সেন্ট লুইস পুলিশের পক্ষ থেকে বলা হয়, “এ বিক্ষোভ এখন আর শান্তিপূর্ণ নেই।”