৯/১১ হামলার ১৬ বছরেও শারীরিক-মানসিক ঝুঁকিতে তরুণরা

যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইতিহাসের অন্যতম প্রাণহানিকর ৯/১১ সন্ত্রাসী হামলার ১৬ বছর পরও সেই বিভীষিকার অনিষ্টকর শারিরীক, মানসিক ঝুঁকি বয়ে বেড়াচ্ছে বয়সে তরুণেরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 06:03 PM
Updated : 12 Sept 2017, 05:06 AM

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে দুটি বিমান আছড়ে পড়ার পর টাওয়ার ধ্বংস হয়ে ব্যাপক এলাকাজুড়ে ঘন হয়ে ছড়িয়ে পড়েছিল ধূলা।

সেই ধূলার বিষাক্ত রাসায়নিকে ছেয়ে গিয়েছিল নিউ ইয়র্কের বাতাস। আর সেই রাসায়নিকের শিকার হয়েই হৃদরোগের ঝুঁকিতে পড়েছে সে সময়কার হাজারো শিশু। যারা আজ বয়সে কিশোর কিংবা তরুণ।

এক গবেষণায় দেখা গেছে, হামলার সময় বিষাক্ত রাসায়নিক আক্রান্তদের আগেভাগেই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গোন হেলথ এবং এনওয়াইইউ স্কুল অব মেডিসিনের গবেষকদের পরিচালিত এ গবেষণা প্রতিবেদনটি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে।

এতে বলা হয়েছে, ভবন ভেঙে পড়ে এবং বৈদুতিক ও অন্যান্য জিনিসপত্র পুড়ে বাতাসে ছড়িয়ে পড়া সুনির্দিষ্ট কয়েকটি রাসায়নিক উপাদানের কারণে জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। যার কারণে হৃদরোগের ঝুঁকি ছাড়াও জন্মগত ওজন কম হওয়া এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সমস্যাও হয়েছে।

৯/১১ হামলার সময় ১৮ বছর বয়সের কম প্রায় ২৫ হাজার শিশু ম্যানহাটনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাছে বসবাস করত বা স্কুলে যেত।

অন্য কয়েকটি গবেষণায় দেখা গেছে, ৯/১১ হামলার পর ছড়িয়ে পড়া ধূলায় শিশুদের অনেকের মধ্যেই অ্যাজমা দেখা দিয়েছে। আবার অনেকেই হামলা পরবর্তী মানসিক বৈকল্যে ভুগেছে।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হেলথ রেজিস্ট্রি পরিচালক মার্ক ফার্ফেল বলেছেন, “৯/১১ হামলা পরবর্তী স্বাস্থ্য সমস্যার মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে ট্রমাজনিত মানসিক বৈকল্য, বিষণ্নতা, অ্যাজমাসহ শ্বাস-প্রশ্বাসজনিত নানা সমস্যা, হজমের সমস্যা।এছাড়াও প্রাপ্তবয়স্কদের মধ্যে হৃদরোগ, ফুসফুসের রোগের মতো নানা স্বাস্থ্যসমস্যা দেখা গেছে।”

হামলার সময়কার প্রায় ১৯ বছর বা তার কম বয়সীরা যাদের বয়স এখন ৩৫ কিংবা এর চেয়ে কিছু কম তাদের ১ হাজার ৯১ জনের ওপর গবেষণা চালিয়ে একইরকম ফল পেয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিকার বিষয়ক কেন্দ্র সিডিসি।

ওদিকে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হেলথ রেজিস্ট্রি হামলার সময় ১৮ বছরের কম বয়সী প্রায় ৩ হাজার ২শ’ জনের ওপর হামলার স্বল্প ও দীর্ঘ মেয়াদী শারিরীক ও মানসিক প্রভাব নিয়ে গবেষণার ভিত্তিতে তথ্য দিয়েছে।

ভয়ংকর ওই হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। আহত হয়েছিল আরও কয়েক হাজার মানুষ।

ওই দিন নিউ ইয়র্কের টুইন টাওয়ারে দুটি বিমান হামলা ছাড়াও পেন্টাগনে একটি এবং পেনসিলভানিয়ায় আরেকটি বিমান নিয়ে হামলা হয়।