মালয়েশিয়ায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে মালয়েশিয়া।

>>রয়টার্স
Published : 6 Sept 2017, 02:51 PM
Updated : 6 Sept 2017, 02:51 PM

রাখাইনে সাম্প্রতিক সহিংসতায় উদ্বাস্তু হয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজার রোহিঙ্গা।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ আমান বলেছেন, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দেখা যাচ্ছে যে,মিয়ানমার সরকার সংখ্যালঘু রোহিঙ্গাদের সমস্যার শান্তিপূর্ণ সমাধানে কোনও পদক্ষেপ নেয়নি বললেই চলে। এ রোহিঙ্গাদের বেশিরভাগই বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে বাস করে।

এক বিবৃতিতে আমান বলেন, “রাখাইনের এ পরিস্থিতিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা ও বৈষম্যের বিষয়টি আরও উচ্চ আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা উচিত বলেই মালয়েশিয়া বিশ্বাস করে।”

রোহিঙ্গাদের অধিকার নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া বরাবরই প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে আসছে।

তবে মিয়ানমার বলছে, পুলিশ ও সেনা ফাঁড়ির ওপর হামলায় দায়ী সন্ত্রাসীদের বিরুদ্ধে গত বছরের অক্টোবর থেকে নিরাপত্তা বাহিনী বৈধ অভিযান পরিচালনা করছে।

তবে গত ২৪ অগাস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সহিংসতা আবার নতুন করে বেড়েছে। সহিংসতায় এ পর্যন্ত ৪শ’ মানুষের মৃত্যু হয়েছে।