ফিনল্যান্ডে ছুরি হামলার স্বীকারোক্তি মরোক্কো শরণার্থীর

ফিনল্যান্ডের তুরকু শহরে ছুরিকাঘাতে দুইজনকে হত্যার কথা স্বীকার করেছে মরক্কো থেকে আসা শরণার্থী এক কিশোর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 03:08 PM
Updated : 22 August 2017, 03:08 PM

ওই কিশোরের আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আদালতে রুদ্ধদ্বার শুনানিতে ১৮ বছরের আব্দেররহমান মেচকাহ শুক্রবারের হামলার কথা স্বীকার করেছে।

“তবে আমার মক্কেল কোনও জঙ্গি দলের সঙ্গে যুক্ত নয় বা এটি জঙ্গি হামলা ছিল না।”

মেচকাহর ছুরিকাঘাতে আরও আটজন আহত হন। তাকে আটকাতে পুলিশ তার পায়ে গুলি করে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন মেচকাহ ভিডিও কলের মাধ্যমে বিচারকরদের প্রশ্নের জাবাব দেন।

মেচকাহর বিরুদ্ধে এখন কোনও অভিযোগ আনা হয়নি বলে জানায় রয়টার্স।

এ হামলায় জড়িত সন্দেহে মরক্কোর আরও তিন নাগরিককে আদালতে উপস্থাপণ করার কথা রয়েছে। তবে তারা ঠিক কি করেছেন সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি তদন্ত কর্মকর্তারা।

এ ঘটনায় জড়িত সন্দেহে আটক পঞ্চম মরক্কানকে ছেড়ে দেওয়া হয়েছে।

ফিনল্যান্ডের ইতিহাসে এটাই সম্ভাব্য জঙ্গি হামলা সন্দেহে প্রথম কোনও তদন্ত কার্যক্রম।