ক্যালিফোর্নিয়ায় অভিবাসনের পক্ষ-বিপক্ষের বিক্ষোভ ছত্রভঙ্গ

যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অভিবাসন বিরোধী ও অভিবাসনের পক্ষের দুইটি মিছিল মুখোমুখি অবস্থান নেওয়ার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

>>রয়টার্স
Published : 21 August 2017, 12:43 PM
Updated : 21 August 2017, 12:43 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার ক্যালিফোর্নিয়ার ‘ল্যাগুনা বিচে’ দুই পক্ষের প্রায় আড়াই হাজার মানুষ জড় হয়।

তবে সেখানে শার্লটসভিলা বা ভার্জিনিয়ার মত সংঘর্ষ হয়নি। পুলিশ দুই পক্ষকে দুই দিকে আটকে রাখতে সক্ষম হয়েছে।

অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ‘আমেরিকা ফার্স্ট’ শ্লোগান দেয়।

অন্যদিকে, বিরোধীদের ‘শেইম’ এবং ‘শ্বেত শ্রেষ্ঠত্ববাদ নয়’ বলে স্লোগান দিতে শোনা যায়।

অভিবাসন বিরোধী মিছিলে অংশ নেওয়া বেভারলি উইলচ বলেন, “আমরা শ্বেত শ্রেষ্ঠত্ববাদ আন্দোলনের  সঙ্গে জড়িত নই, কিন্তু আমরা ‘আমেরিকা ফার্স্ট’ মতবাদে বিশ্বাসী।”

“আমরা আমাদের দেশকে রক্ষা করার চেষ্টা করছি।”

পরে পুলিশ উভয় পক্ষের বিক্ষোভকারীদের সরে যেতে বাধ্য করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 ট্রাম্প বিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্টের কর্মকাণ্ড চরম ডানপন্থিদের উসকানি দিচ্ছে এবং তিনি কৌশলে চরমপন্থিদের সমর্থন করছেন।