স্পেনের জঙ্গি চক্রের ছিল ১২০ টি গ্যাস টিন

স্পেনে এ সপ্তাহে হামলা চালানো শক্তিশালী জঙ্গি চক্রের কাছে ছিল ১২০ টি গ্যাসের টিন। গাড়ি হামলায় এ টিনগুলো ব্যাবহারেরই পরিকল্পনা ছিল তাদের। স্প্যানিশ পুলিশ একথা জানিয়েছে।

>>রয়টার্স
Published : 20 August 2017, 04:41 PM
Updated : 20 August 2017, 04:41 PM

বিবিসি জানায়, বার্সেলোনার লা রামব্লায় হামলার আগে বুধবার আলকানার শহরে যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল সেখানেই ওই গ্যাস ক্যানিস্টারগুলো খুঁজে পাওয়া যায়।

রোববার এক সংবাদ সম্মেলনে কাতালান পুলিশ প্রধান জোসেপ লুইস ট্রাপেরো তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে গণমাধ্যমকে তথ্য দিয়েছেন।

তিনি বলেন, ১২ সদস্যের শক্তিশালী ওই জিহাদি চক্র ছয়মাসেরও বেশি সময় ধরে হামলার পরিকল্পনা করেছে বলেই তার ধারণা।

পুলিশ বলছে, তিনটি ভ্যান ভাড়া করে সেগুলোতে বিস্ফোরক ভরে নিয়ে তা দিয়ে হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের।

কিন্তু বিস্ফোরক ডিভাইস বানাতে গিয়ে বিস্ফোরণ ঘটায় পরে বিস্ফোরকের অভাবে জঙ্গিরা কেবল ভ্যান নিয়েই হামলা চালায়।

গত বৃহস্পতিবার বিকালে বার্সেলোনার ‘লা রামব্লা’ রাস্তায় ভ্যান নিয়ে চালানো হামলায় ১৩ জন নিহত হয়। এরপর শুক্রবার ভোরে স্পেনের আরেক শহর কামব্রিলসে গাড়ি হামলায় এক নারী নিহত হন। এ ঘটনার পর পুলিশ পাঁচ হামলাকারীকে গুলি করে হত্যা করে।

লা রামব্লায় হামলাকারী ভ্যানের চালকের পরিচয় জানা গেছে এবং তার খোঁজে কাতালান পুলিশ এখনও অভিযান চালাচ্ছে।

কাতালান পুলিশ প্রধান জানান, “জঙ্গি চক্রটির একজন এখনও পলাতক। নিহত দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। চারজনকে আটক করা হয়েছে।”

“পলাতক ব্যক্তিই ভ্যানটির চালক। পুলিশ তার পরিচয় জানে, কিন্তু তদন্তের প্রয়োজনে তা প্রকাশ করা হচ্ছে না।”

তবে পুলিশের বরাত দিয়ে স্পেনের গণমাধ্যমগুলো জানায়, মরক্কো বংশোদ্ভূত ইউনেস আবুইয়াকুব (২২) হামলায় ব্যবহৃত ভ্যানটির চালক।

আর নিহত যে দুইজনের পরিচয় পাওয়া যায়নি তারা খুব সম্ভবত আলকানার বিস্ফোরণে মারা গেছে বলে ধারণা প্রকাশ করেছে বিবিসি।