কঙ্গোয় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ‘২০০’

কঙ্গোয় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দুই শতাধিক হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।

>>রয়টার্স
Published : 19 August 2017, 02:48 PM
Updated : 19 August 2017, 02:48 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবারের ভূমিধসে লেক আলবার্টের পাড়ে অবস্থিত গ্রাম তোরা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।

আইতুরি প্রদেশের ভাইস গভর্নর প্যাসিফিক কেতা টোলিফোনে রয়টার্সকে বলেন, “অনেক লোক মাটির নিচে চাপা পড়ে আছে, যাদের আমরা উদ্ধার করতে পারিনি।”

“সেখানে চারপাশে বিশাল বিশাল পাহাড় থাকায় উদ্ধার কাজ খুবই কঠিন হয়ে পড়েছে; আমাদের সেখানে পৌঁছাতেই বেগ পেতে হচ্ছে।”

চাপা পড়া গ্রামে কতগুলো বাড়ি ছিল এবং সেসব বাড়ির বাসিন্দাদের সংখ্যা ধরে নিহতের সংখ্যা অনুমান করা হচ্ছে বলেও জানান কেতা।

“আমরা জরুরি উদ্ধার কাজ আরও দ্রুতগতিতে করার চেষ্টা করছি। জাতিসংঘের উদ্ধারকর্মীরাও সেখানে কাজ করছেন।”

এখন পর্যন্ত ৪০টি মৃতদেহ কবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত সপ্তাহে সিয়েরা লিওনে ভূমিধসে ৪৬১ জনের মৃত্যু হয়।