বন্যার পানিতে ভেসে ভারতে নেপালি গণ্ডার

প্রবল বন্যায় এক শৃঙ্গি একটি গণ্ডার নেপাল থেকে ভারতে ভেসে আসার পর সেটিকে উদ্ধার করে নেপালে ফেরত পাঠানো হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 08:34 AM
Updated : 19 August 2017, 08:39 AM

অল্প বয়স্ক ওই মাদি গণ্ডারটিকে নেপালের চিতওয়ান জাতীয় উদ্যান থেকে ৪২ কিলোমিটার দূরে ভারতের বাগাহ গ্রাম থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি।

আড়াই বছর বয়সী গণ্ডারটিকে ভারতে থেকে নিয়ে আসতে নেপালি কর্মকর্তাদের ৪০ জনের একটি দলকে পাঠানো হয়। 

চিতওয়ানের সহকারী তত্ত্বাবধায়ক নুরেন্দ্র আরিয়াল বলেছেন, “ভারতের বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় আমরা বাচ্চা গণ্ডারটিকে ফিরিয়ে আনতে পেরেছি। গণ্ডার উদ্ধার অভিযান দেখতে শত শত ভারতীয় উপস্থিত হয়েছিল।” 

ভারতের একটি আখের খামারে গণ্ডারটিকে পাওয়া যায় এবং সেটিকে ট্রাঙ্কুলাইজ করে ট্রাকে উঠেয়ে ফেরত আনা হয় বলে জানিয়েছেন তিনি।

ভয়াবহ বন্যায় উদ্যানটি থেকে ভেসে যাওয়া আরো চারটি গণ্ডারকে জরুরিভিত্তিতে উদ্ধার করা প্রয়োজন এবং একটিকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন উদ্যানটির কর্মকর্তারা।

নেপালের চিতওয়ান উপত্যকার জাতীয় উদ্যানটিতে ছয়শোরও বেশি গণ্ডারের বাস।

নিখোঁজ গণ্ডারগুলোর মধ্যে দুটি চিতওয়ান জেলার সীমান্তবর্তী ভারতের বাল্মিকিনগরের বাঘ সংরক্ষণ এলাকার ভিতরে রয়েছে এবং অপরদুটি নিকটবর্তী নেপালের নওয়ালপারসি জেলার আখের ক্ষেতে রয়েছে বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার সকালে দুই বছর বয়সী অপর একটি গণ্ডারকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বন্যার পানি নামার পার ভারত থেকে অপর গণ্ডার দুটিকে উদ্ধার করে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন আরিয়াল।

নেপালের চিতওয়ান উপত্যকার জাতীয় উদ্যানটিতে ছয়শোরও বেশি গণ্ডারের বাস। এবারের বন্যায় উদ্যানটির মারাত্মক ক্ষতি হয়েছে।

গত সপ্তাহে এই উদ্যানে আটকা পড়া পাঁচশোরও বেশি লোককে উদ্ধার করতে কয়েক ডজন হাতি ও রবারের ডিঙ্গি ব্যবহার করা হয়। 

অপরদিকে ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বন্যার পানিতে ডুবে ছয়টি গণ্ডার মারা গেছে বলে খবর প্রকাশিত হয়েছে।