স্পেনে নিরাপত্তায় গাফিলতি নিয়ে ক্ষোভ

ভ্যান হামলার পর পর্যটন নগরী বার্সেলোনার সবচেয়ে খ্যাতনামা  লা রামব্লা এভিনিউয়ের নিরাপত্তা রক্ষায় গাফিলতি নিয়ে শোকাহত অধিবাসীদের ক্ষোভের মুখে পড়েছে স্পেন কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 02:59 PM
Updated : 18 August 2017, 02:59 PM

পর্যটকদের কাছে আকর্ষণীয় লা রামব্লায় বৃহস্পতিবারের ভ্যান হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জন মতো আহত হয়।

বার্সেলোনার অধিবাসীরা অনেকদিন থেকেই এ পর্যটক সমাগম এলাকাটি হামলার লক্ষ্য হতে পারে বলে আশঙ্কা করে আসছিল।

আর এখন সে আশঙ্কাই সত্য হওয়ায় কর্তৃপক্ষ কেন আগে থেকেই শহরের নিরাপত্তা রক্ষায় সজাগ হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষুব্ধ অধিবাসীরা বলছেন, শহর কর্তৃপক্ষের উচিত ছিল বেষ্টনী দিয়ে স্থায়ীভাবে গাড়ি আটকানোর ব্যবস্থা করা।

অন্যান্যরা বলছেন, এরকম আকর্ষণীয় একটি স্থানে সুরক্ষিত পর্যটন ব্যবস্থার জন্য নিরাপত্তার চাহিদা মেটানো এবং অধিবাসীদের জীবযাত্রার সুরক্ষা দেওয়া- দু’য়ের মধ্যে কর্তৃপক্ষকে ভারসাম্য রক্ষা করে চলতে হত।

বার্সেলোনা শহর কর্তৃপক্ষ অবশ্য বলছে, বৃহস্পতিবারের হামলার আগেই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং নিরাপত্তা পরিস্থিতি সবসময়ই নজরে রাখা হচ্ছে।