রক্তাক্ত স্পেনে দ্বিতীয় হামলার চেষ্টা নস্যাৎ

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ক্যামব্রিলস শহরে একই ধরনের আরেকটি হামলা চেষ্টা নস্যাৎ করেছে পুলিশ।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 04:03 AM
Updated : 18 August 2017, 07:46 AM

সেখানে পুলিশের গুলিতে সন্দেহভাজন পাঁচ হামলাকারী নিহত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার ভোরের দিকে ক্যামব্রিলসের সন্দেহভাজন হামলাকারীরা একটি গাড়ি নিয়ে লোকজনকে চাপা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে গাড়ি উল্টে গেলে পুলিশ তাদের গুলি করে হত্যা করে এবং তাদের শরীরে বাঁধা বিস্ফোরক বেল্টগুলো নিয়ন্ত্রণে নেয়।

এ ঘটনায় এক পুলিশ ও ছয় বেসামরিক নাগরিক আহত হয়েছেন; ক্যামব্রিলস পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, বার্সেলোনায় ভ্যান হামলার সঙ্গে ক্যামব্রিলস হামলা চেষ্টার সম্পর্ক আছে।

বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমের শহর আলকানারে এই বাড়িতে বিস্ফোরণে এক জন নিহত এবং একজন আহত হন। ছবি: রয়টার্স

এদিকে, লা রামব্লা হামলার আগে বার্সেলোনার দক্ষিণ-পশ্চিমের শহর আলকানারে একটি বাড়িতে বিস্ফোরণে এক ব্যক্তি নিহত এবং একজন আহত হন বলে জানিয়েছে বিবিসি।

একই দিন বার্সেলোনার একটি চেকপোস্টে গাড়ি নিয়ে দ্রুতগতিতে এগিয়ে আসা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। তবে এ ঘটনার সঙ্গে লা রামব্লা হামলার সম্পর্ক আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বার্সেলোনায় হামলার পর দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের একজন মরক্কোর নাগরিক, অন্যজন উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিল্লার বাসিন্দা। যদিও তাদের কেউই হামলায় ব্যবহার করা ভ্যানের চালক নয় বলে জানিয়েছে পুলিশ।

বার্সেলোনায় লাস রামব্লাসে হামলায় ব্যবহৃত ভ্যান।ছবি: রয়টার্স

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে বার্সেলোনার লা রামব্লা মানুষের ভিড়ে দ্রুতগতির একটি গাড়ি উঠিয়ে দেওয়ায় অন্তত ১৩ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন কর্মকর্তারা।

হামলার পর ভ্যান রেখে চালক পালিয়ে গেছে। তাকে ধরতে অভিযান চলাচ্ছে পুলিশ।

বার্সেলোনা পুলিশের প্রকাশ করা দ্রিস ওবাকির ছবি।

ভ্যানের ভেতর দ্রিস ওবাকির নামে মরক্কোর এক তরুণের কাগজপত্র পাওয়া গেছে। পুলিশ ২০ বছরের ওই তরুণের ছবি প্রকাশ করেছে।

স্পেনের গণমাধ্যমের খবর অনুযায়ী, ওবাকির পুলিশের সঙ্গে যোগাযোগ করে হামলায় জড়িত নয় এবং তার কাগজপত্র চুরি হয়েছে বলে দাবি করেছেন।

বার্সেলোনার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে কাতালান পুলিশ। জঙ্গি দল ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

গত বছর ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬ জনকে হত্যার এক বছরের মাথায় একই ধরনের হামলা হল।

ওই হামলারও দায় স্বীকার করেছিল আইএস।