আফগানিস্তানে দুটি গণকবরের সন্ধান

আফগানিস্তানের একটি গ্রামে খুঁজে পাওয়া দুইটি গণকবরে থেকে অন্তত ৩৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

>>রয়টার্স
Published : 16 August 2017, 11:45 AM
Updated : 16 August 2017, 11:45 AM

স্থানীয় সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত সপ্তাহে উত্তরাঞ্চলের প্রদেশ সার-ই পুলের মির্জা ওলাং গ্রামে জঙ্গি হামলায় অন্তত ৬২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

সেখানে একটি গণকবরে ২৮টি এবং আরেকটিতে আটটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানান প্রাদেশিক সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ আমানি।

তিনি বলেন, “নিহত সবাই পুরুষ এবং তাদের অধিকাংশকেই শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।”

“আমরা আরও একটি গণকবরের খোঁজ পেয়েছি। কিন্তু ওই এলাকা তালেবানের নিয়ন্ত্রণে। নিরাপত্তা বাহিনী আরও গণকবর আছে কিনা তা খুঁজে দেখছে।”

পার্লামেন্টারি তদন্তে তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গিদের যৌথভাবে মির্জা ওলাং গ্রামে হামলা চালানোর প্রমাণ পাওয়া গেছে বলে জানায় দেশটির স্বাধীন মানবাধিকার কমিশন।

যদিও তালেবানের পক্ষ থেকে যৌথ ভাবে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলা হয়, তারা কোনও বেসামরিক মানুষকে হত্যা করেনি।

তবে সোমবার আইএস এর পক্ষ থেকে এক বিবৃতিতে ৫৪ শিয়া মুসলিমকে হত্যা করার কথা স্বীকার করা হয়েছে।

মির্জা ওলাং গ্রাম থেকে পালিয়ে প্রাণ বাঁচান কয়েকজন সাংবাদিকদের বলেন, তারা হামলাকারীদের হাতে তালেবানের সাদা এবং আইএস এর কালো উভয় পতাকাই দেখেছে।