নেপালে বন্যা-ভূমিধসে নিহতের সংখ্যা ৪৯

ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপালে ৩ দিনে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

>>রয়টার্স
Published : 13 August 2017, 02:37 PM
Updated : 13 August 2017, 04:06 PM

শুধু শনিবারই ৩০ জনের বেশি মানুষ মারা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বন্যায় আরও অন্তত ৩৬ জন নিখোঁজ এবং ১৭ জন আহত  হয়েছে।

মূলত দেশটির দক্ষিণাঞ্চলের সমতল ভূমি বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী জনারদন শর্মার সহযোগী লক্ষ্মী পুন রয়টার্সকে বলেন, “বন্যায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আমরা এখনও পূর্ণ তালিকা হাতে পাইনি।”

রেডক্রসের পরিসংখ্যান অনুযায়ী, বন্যায় প্রায় একলাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তলিয়ে গেছে প্রায় ৩৪ হাজার ঘরবাড়ি।

বন্যার কারণে কোথাও কোথাও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে কিছু কিছু এলাকা।