কাশ্মীরে গোলাগুলিতে দুই ভারতীয় সৈন্য নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সৈন্য নিহত ও ক্যাপ্টেনসহ আরো তিন সৈন্য আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2017, 06:51 AM
Updated : 13 August 2017, 06:51 AM

শনিবার রাজ্যটির শোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

গোলাগুলির পর ঘটনাস্থলে এক বিচ্ছিন্নতাবাদীর লাশও পাওয়া যায় বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী শোপিয়ানের জায়িনপোরা এলাকার আভনিরা গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে স্থানটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। 

নিরাপত্তা সদস্যরা তল্লাশি পরিচালনাকালে বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে সেনা সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করে, এতে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়।

গোলাগুলিতে পাঁচ সৈন্য আহত হন, পরে তাদের সেনা হাসপাতালে নেওয়া হলে সেখানে দুই সৈন্য মারা যান বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।