নেপালে বন্যা ও ভূমিধসে ৩০ জনের মৃত্যু

ভারি বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় নেপালে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

>>রয়টার্স
Published : 12 August 2017, 03:25 PM
Updated : 12 August 2017, 03:25 PM

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, আরও ১০ জনের বেশি মানুষ নিখোঁজ আছে।

দেশের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ার নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।

বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছেন সেনা, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল।

দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে শনিবার রাতভর আরও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি নির্ভর অর্থনীতির দেশ নেপালে বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক কাফলে রয়টার্সকে বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও হিসাব করা হয়নি। তবে বড় ধরনের ক্ষতি হবে।”

“এখন পর্যন্ত ৩০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতদের তথ্য সংগ্রহের পরিবর্তে এখন আমরা জীবিতদের উদ্ধারে বেশি গুরুত্ব দিচ্ছি।”