কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১১

কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 12 August 2017, 02:49 PM
Updated : 12 August 2017, 02:49 PM

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা রায়টার্স এ খবর জানায়।

যদিও বিরোধী দলের পক্ষ থেকে পুলিশের গুলিতে শিশুসহ শতাধিক মানুষ নিহত হওয়ার দাবি করা হয়েছে।

তবে রয়টার্সের পক্ষ থেকে ১১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, রাজধানী নাইরোবির মাথারে বস্তি এলাকায় রাতভর সংঘর্ষে অন্তত নয় জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তাদের মৃতদেহ স্থানীয় মর্গে রাখা হয়েছে।

“লুটপাট বন্ধে পুলিশি অভিযানের সময় গুলিতে ওই ব্যক্তিরা নিহত হয়।”

সেখানে পুলিশের ‘বিক্ষিপ্ত গুলিতে’ আরও একটি মেয়ে প্রাণ হারায় বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

৮ অগাস্ট কেনিয়ার জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার নির্বাচন কমিশন ভোটের ফলাফল ঘোষণা করে।

বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী রাইলা ওডিঙ্গা মঙ্গলবারের ভোটে ‘প্রতারণা হয়েছে’ অভিযোগ তুলে ভোটের ফল মেনে না নেওয়ার ঘোষণা দেন।

তারপর থেকে ওডিঙ্গা সমর্থকরা রাস্তায় বিক্ষোভ শুরু করে।

রয়টার্স জানায়, কিশুমু এলাকায় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল এবং গুলি ছোড়ে।

সেখানে গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর দিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।

এর আগে ২০০৭ সালে কেনিয়ায় নির্বাচন পরবর্তী দাঙ্গায় ১১শর বেশি মানুষ নিহত এবং ছয় লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছিল।