ইয়েমেনে হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের ৪ সৈন্য নিহত

ইয়েমেনে অভিযানে থাকা একটি হেলিকপ্টার জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের চার সৈন্য নিহত হয়েছে।

>>রয়টার্স
Published : 12 August 2017, 09:39 AM
Updated : 12 August 2017, 09:57 AM

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম-র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইয়েমেনের শাবওয়া প্রদেশে নিয়মিত মিশনে থাকাকালে হেলিকপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় হেলিকপ্টারটি ভূমির সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়।

রাজধানী সানাসহ ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে রাখা ইরান-সমর্থিত শিয়া হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে সৌদি আরবের নেতৃত্ব গঠিত আরব জোট বাহিনী। এই জোট বাহিনীর অন্যতম সদস্য সংযুক্ত আরব আমিরাত।

২০১৫ সালের মার্চের শেষ দিকে শুরু হওয়া এ লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত এবং ৩০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি হারিয়ে উদবাস্তুতে পরিণত হয়েছে।