কেনিয়ার নির্বাচন বিশ্বাসযোগ্য, বলছেন পর্যবেক্ষকরা

কেনিয়ার জাতীয় নির্বাচন নিয়ে বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী রাইলা ওডিঙ্গার ব্যাপক জালিয়াতির অভিযোগ সত্ত্বেও দেশটির নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2017, 05:36 PM
Updated : 10 August 2017, 05:36 PM

আফ্রিকার পর্যবেক্ষকরা কেনিয়ায় অনুষ্ঠিত মঙ্গলবারের নির্বাচন বিশ্বাসযোগ্য হয়েছে বলে মত দিয়েছেন।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও কেনিয়ার নির্বাচনকে নির্ভরযোগ্য বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন স্বাভাবিকভাবেই প্রার্থীদের হার মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছে।

দাঙ্গার আশঙ্কা মাথায় নিয়েই মঙ্গলবার কেনিয়া জুড়ে ভোট গ্রহণ হয়। বিবিসি ভোটের প্রাথমিক ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার বড় জয়ের ইঙ্গিত পাওয়ার কথা জানায়।

ওদিকে, বিরোধী প্রার্থী ওডিঙ্গা অভিযোগ করে বলেন, ইলেক্টোরাল কমিশনের আইটি সিস্টেম হ্যাক হয়েছে।

কিন্তু কেনিয়ার ইনডিপেনডেন্ট ইলেক্টোরাল এন্ড বাউন্ডারিজ কমিশন (আইইবিসি) বলছে, সিস্টেম হ্যাক হওয়ার চেষ্টা চলেছে। তবে তা ব্যর্থ হয়েছে।

 নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান হিসাবে কেরি সব পক্ষকে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষায় থাকার আহ্বান জানিয়েছেন এবং পরাজিতদেরকে ভোটের ফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।