কেনিয়ার নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ বিরোধীদের

কেনিয়ার জাতীয় নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় প্রেসিডেন্ট প্রার্থী রাইলা ওডিঙ্গা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 03:05 PM
Updated : 9 August 2017, 03:05 PM

দাঙ্গার আশঙ্কা মাথায় নিয়েই মঙ্গলবার কেনিয়া জুড়ে ভোট গ্রহণ হয়।

বিবিসি জানায়, ভোটের প্রাথমিক ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার বড় জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ওডিঙ্গার অভিযোগ, ইলেক্টোরাল কমিশনের আইটি সিস্টেম হ্যাক হয়েছে।

যদিও কেনিয়ার নির্বাচন প্রধান ওয়াফুলা চেবুকাতি বালেন, “আমার বিশ্বাস আমাদের আইটি সিস্টেম ঠিকই আছে। তবে যেহেতু অভিযোগ করা হয়েছে তাই বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

নির্বাচনী প্রচারের শেষ সপ্তাহে একজন শীর্ষ নির্বাচনী কর্মকর্তার হত্যাকাণ্ডের পর নির্বাচন ঘিরে দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বলে জানায় বিবিসি।

তবে ভোটের দিন বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ হয়েছে।

ভোটের দিন ফল যাই হোক তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন কেনিয়ায়াত্তা। প্রতিদ্বন্দ্বীকেও একই পরমর্শ দিয়েছিলেন তিনি।

কিন্তু এখন হ্যাকিংয়ের অভিযোগ তুলে ওডিঙ্গার ভোটের ফল মেনে না নেওয়ার হুমকি আবারও ১০ বছর আগের ভয়াবহ দাঙ্গার কথা মনে করিয়ে দিচ্ছে।

২০০৭ সালের নির্বাচন পরবর্তী দাঙ্গায় ১১শর বেশি মানুষ নিহত এবং ছয় লাখের বেশি মানুষ গৃহহীন হয়।