ওবামাকেয়ার বাতিলে ফের ব্যর্থ রিপাবলিকানরা

যুক্তরাষ্ট্রের সিনেটে ওবামাকেয়ারের স্থলে রিপাবলিকানদের আনা নতুন স্বাস্থ্যসেবা বিল পাসের চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2017, 09:08 AM
Updated : 28 July 2017, 09:08 AM

শুক্রবার সিনেটে নতুন স্বাস্থ্যসেবা বিলের বিপক্ষে তিনজন রিপাবলিকান ভোট দেন বলে জানিয়েছে রয়টার্স।

রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে বারবার ওবামাকেয়ার বাতিলের চেষ্টা ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় এটি বাতিলের প্রতিশ্রুতি ছিল তার।

রয়টার্স জানায়, শুক্রবার সকালে সিনেটে নতুন স্বাস্থ্যসেবা নিয়ে ভোট হয়; ভোটে জন ম্যাককেইন, সুসান কলিন্স ও লিসা মুরকোওস্কি পার্টি সিদ্ধান্তের বাইরে গিয়ে বিলের বিপক্ষে অবস্থান নিলে ৫১-৪৯ ভোটে নতুন স্বাস্থ্যসেবা চালুর প্রস্তাব খারিজ হয়ে যায়।

এরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল৤ সিনেট কক্ষ ছাড়ার আগে ম্যাককনেল বলেন, "খুবই হতাশাজনক মুহুর্ত এটি, আমেরিকার জনগণকে অনুতাপ করতে হচ্ছে যে আমরা আরও ভাল উপায় খুঁজে পাচ্ছি না।“

সপ্তাহ দুয়েক আগেও সিনেটে ওবামাকেয়ার বাতিল করে নতুন স্বাস্থ্যসেবা বিল পাসের চেষ্টা করেছিল রিপাবলিকানরা, সেবারও তাদের চেষ্টা ব্যর্থ হয়।

২০১০ সালে ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ পাস হয়, যা পরে ওবামাকেয়ার নামে পরিচয় পায়। এর আওতায় যুক্তরাষ্ট্রের ২ কোটির্ও বেশি মানুষ স্বাস্থ্যসুরক্ষা পেয়ে আসছিল।

গত বছর নির্বাচনী প্রচারের শুরু থেকেই ওবামাকেয়ার বাতিলের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পরও এটি বাতিলে নিজ দলের প্রতিনিধি এবং সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এপ্রিলে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বেশ অল্প ব্যবধানে নতুন স্বাস্থ্যসেবা বিল পাস হলেও সিনেটে এটি তৃতীয়দফা ব্যর্থ হলো।

রিপাবলিকানদের বিকল্প স্বাস্থ্যসেবায় ধনীদের ওপর ওবামাকেয়ারের নির্ধারিত কর একই রেখে গরিবদের স্বাস্থ্যসেবায় অনেক বেশি কাটছাঁট করা হয়েছে। কমানো হয়েছে বীমার আওতাও।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকান সদস্য ৫২ জন; তারপরও বারবার ওবামাকেয়ার বাতিলে ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প।

ভোটের পর শুক্রবার নিজ দলীয় সিনেটরদের প্রতিও একহাত নিয়েছেন তিনি।

"তিন রিপাবলিকান এবং ৪৮ ডেমোক্রেট ফের আমেরিকার জনগণকে নিচে নামিয়েছে। শুরু থেকেই যেমনটা বলে আসছি- আগে ওবামাকেয়ার বাতিল হোক, পরে চুক্তি। দেখা যাক,” টুইটে বলেন ট্রাম্প।