দক্ষিণ চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠাবে যুক্তরাজ্য

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে আগামী বছর যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য।

>>রয়টার্স
Published : 27 July 2017, 01:26 PM
Updated : 27 July 2017, 01:39 PM

স্বাধীন নৌ-চলাচল মহড়া দেওয়াই এর লক্ষ্য বলে বৃহস্পতিবার জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন।

এ পদক্ষেপ চীনকে ক্ষুদ্ধ করবে বলেই মনে করা হচ্ছে।

মাইকেল ফ্যালন বলেন, গত বছর ওই অঞ্চলে জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ৪ টি জঙ্গি বিমান পাঠানোর পর এবার সাগরে উপস্থিতি আরও বাড়াবে যুক্তরাজ্য।

জ্বালানি সমৃদ্ধ দক্ষিণ চীন সাগর অঞ্চলটি চীন পুরোটাই নিজেদের বলে দাবি করে আসছে। একই দাবি করছে প্রতিবেশী দেশ মালয়েশিয়া, ফিলিপিন্স, তাইওয়ান এবং ভিয়েতনামও।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা আগামী বছর ওই অঞ্চলে একটি যুদ্ধজাহাজ পাঠানোর আশা করছি। জাহাজ ঠিক কোথায় মোতায়েন করা হবে তা এখনও স্থির হয়নি।”

তিনি বলেন, “আমাদের স্বাধীন নৌ চলাচলের অধিকার আছে এবং আমরা এর মহড়া দেব।”

দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান নৌ তৎপরতা এবং সক্রিয় সামরিক কর্মকাণ্ডের মধ্যে ব্রিটিশ যুদ্ধজাহাজের উপস্থিতিতে উত্তেজনা আরও বাড়ার হুমকি সৃষ্টি হয়েছে।

দক্ষিণ চীন সাগরে চীনের কৃত্রিম দ্বীপিএবং সামরিক স্থাপনা তৈরির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নিন্দিত হয়েছে।

আর এখন যুক্তরাজ্য যে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে তাতে লন্ডনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির আশঙ্কা আছে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আমরা গত অক্টোবরে দক্ষিণ চীন সাগরে জঙ্গি বিমান (আরএএফ টাইফুন) উড়িয়েছি। আগামীতেও কোনও সময় সুযোগ পেলে আমরা সে অধিকার চর্চা করব। আমাদের বিমান কিংবা জাহাজ যখন সেখানে থাকবে তখনই আমরা তা করব।”