টমেটো পাহারায় সশস্ত্র রক্ষী!

টমেটো পাহারায় নিয়োগ করা হয়েছে সশস্ত্র নিরাপত্তারক্ষী। কাঁধে বন্দুক নিয়ে টমেটো পাহারা দিচ্ছে তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 05:40 PM
Updated : 24 July 2017, 05:40 PM

কেউ যাতে টমেটো চুরি করতে না পারে সেজন্যই এ ব্যবস্থা। ভারতের মধ্যপ্রদেশে এ অদ্ভুত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

মধ্যপ্রদেশে এ বছর বাম্পার ফলন হলেও টমেটোর মৌসুম এখন নয়। তার ওপর ভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি এলাকায় ফসলের উৎপাদন কম হওয়ায় শাক-সবজি ও ফলমূলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে টমেটোর দামও।

কয়েক মাস আগেও টমেটোর দাম কম ছিল। কিন্তু এখন টমেটো চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় দেশের অনেক জায়গাতেই এর দাম উঠে গেছে দ্বিগুণেরও বেশি।

আগে যেখানে প্রতি কেজি টমোটোর দাম ছিল ৩০ থেকে ৪০ রুপি, এখন সেখানে প্রতি কেজি টমোটোর দাম হয়েছে ১০০ রুপি।

এ কারণে চুরি হচ্ছে টমেটো। তাই টমেটো পাহারা দেওয়ার জন্য প্রয়োজন পড়ছে নিরাপত্তারক্ষীর।

সশস্ত্র নিরাপত্তারক্ষীদের পাহারাতেই চলছে টমেটো কেনাবেচা। টমেটো পাহারা দিতে বাজারে বাজারে নিয়োগ করা হয়েছে তিন-চারজন করে রক্ষী।