লাহোরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই পুলিশ বলে জানিয়েছেন কর্মকর্তারা।

>>রয়টার্স
Published : 24 July 2017, 02:33 PM
Updated : 24 July 2017, 03:00 PM

শহরের দক্ষিণে একটি সবজি বাজারের কাছে ব্যস্ত ফিরোজপুর রোডে এ হামলা হয়। পাকিস্তানের তালেবান গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে।

এর মধ্য দিয়ে পাকিস্তানে অপেক্ষাকৃত শান্ত এ শহরটির পরিস্থিতি আবার অশান্ত হয়ে উঠল।

লাহোরে পুলিশ অভিযানের প্রধান হায়দার আশরাফ বলেছেন, “আমাদের ধারণা, হামলাকারী মোটরসাইকেলে করে এসে একটি পুলিশ তল্লাশিকেন্দ্রে ঢুকে পড়েছে।”

“মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২৫ এবং ৫২ জন আহত হয়েছে” বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের মুখপাত্র সাজ্জাদ হুসেইন।

পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিক-ই-তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি গণমাধ্যমে বার্তা পাঠিয়ে বোমা হামলার দায় স্বীকার করেছেন।

পাকিস্তানে বোমা হামলা বিশেষ করে, আফগান সীমান্তবর্তী আদিবাসী এলাকাগুলোতে এ ধরনের হামলা নৈমিত্যিক ঘটনা হলেও লাহোরে সম্প্রতি কয়েকবছরে বোমা হামলা কমে এসেছিল।

পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হায়দার আশরাফ বলেছেন, পুলিশকে লক্ষ্য করেই এ আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নাসির আলি খান বলেছেন, হতাহতদের বেশির ভাগই পুলিশ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।