জেরুজালেমে উত্তেজনা প্রশমনের আহ্বান জাতিসংঘ দূতের

জেরুজালেমের ওল্ড সিটিকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলে ম্লাদেনভ।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 03:55 PM
Updated : 21 July 2017, 07:14 PM

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের বিশেষ সমন্বয়ক ম্লাদেনভ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, “আমি সংশ্লিষ্ট সব পক্ষকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যারা উত্তেজনা উস্কে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কম কড়া ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছি।”

ইসরায়েলের প্রধানমন্ত্রী জেরুজালেমের পবিত্র স্থানের বর্তমান সামাজিক অবস্থা অক্ষুন্ন রাখার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটির পাশাপাশি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহিংসতার যে কড়া নিন্দা জানিয়েছেন- এ দুটোকেই স্বাগত জানিয়েছেন ম্লাদেনভ।

দুই নেতার এ প্রচেষ্টা সমস্যা সমাধানে সহায়ক হবে এবং উত্তেজনার অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।