ভারতে খাওয়ার অযোগ্য ট্রেনে পরিবেশিত খাবার

ভারতে ট্রেন এবং রেলওয়ে স্টেশনে যে খাবার পরিবেশিত হয় তা মানুষের খাওয়ার উপযুক্ত নয়। সরকারি একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 01:27 PM
Updated : 21 July 2017, 01:27 PM

শুক্রবার প্রকাশিত এ বার্ষিক অডিট প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ টি ট্রেন এবং ৭৪ টি রেলস্টেশনের খাবার পরীক্ষা করে দেখা গেছে, কিছু খাবার প্যাকেট করার সময়ই দূষিত হয়েছে। আর বোতলজাত খাবারগুলো ব্যবহারের শেষ তারিখ পেরিয়ে গেছে।

খাবার মজুদ করা হচ্ছে খোলা জায়গায়। এতে বসছে মাছি, ইঁদুর এবং তেলাপোকাও।

স্বাস্থ্যবিধি বজায় রাখতে দূষণমুক্ত ও পরিচ্ছন্ন জিনিস ব্যবহার করা হচ্ছে না। স্বাস্থ্যবিধি কোথাও মেনে চলা হচ্ছে না। কোমল পানীয়তে অপরিশোধিত পানি ব্যবহার করা হচ্ছে।

রান্না করা খাবার ঢেকে রাখা হচ্ছে না। রান্নাঘর অপরিচ্ছন্ন, আবর্জনা ফেলার জায়গা খোলা থাকছে।

পরিষ্কার -পরিচ্ছন্নতা নিয়ে রেলের নীতি লঙ্ঘিত হওয়ায় যাত্রীদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকছে বলে প্রতিবেদনে জানিয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ।

বিবিসি জানায়, শুক্রবারের এ প্রতিবেদনের পর রেলমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, ২৭ ফেব্রুয়ারিতে ঘোষিত নতুন নীতি অনুযায়ী, রেল যাত্রীদের জন্য মানসম্মত খাবারের ব্যবস্থা করা হবে এবং নতুন রান্নাঘরসহ বর্তমান রান্নার ব্যবস্থাও উন্নত করা হবে।