উত্তর কোরিয়ায় মার্কিনিদের ভ্রমণ নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র এর নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণ নিষিদ্ধ করতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটিতে ভ্রমণ পরিচালনাকারী দুটি সংস্থা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 July 2017, 09:44 AM
Updated : 21 July 2017, 10:16 AM

কোরিও ট্যুরস এবং ইয়াং পাইওনিয়ার সংস্থা দুটি জানায়, ২৭ এ জুলাইয়ে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। আর তা কার্যকর হবে ৩০ দিন পরই।

তবে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের এ খবর নিশ্চিত করে জানায়নি।

ইয়ং পাইওনিয়ার সংস্থার মাধ্যমেই উত্তর কোরিয়ায় গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ছাত্র ওটো ওয়ার্মবিয়ার। পরে সেখানে তিনি গ্রেপ্তার হন এবং তার ১৫ বছরের জেল হয়।

গত জুনে কোমায় থাকা অবস্থায় ওয়ার্মবিয়ার যুক্তরাষ্ট্রে ফেরেন। একসপ্তাহ পরে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর চীন ভিত্তিক ওই কোম্পানি ঘোষণ দিয়ে জানায়, তারা আর যুক্তরাষ্ট্র থেকে দর্শনার্থীদেরকে উত্তর কোরিয়ায় নেবে না।

আর শুক্রবার কোম্পানিটি এক বিবৃতিতে বলেছে, “আমরা এইমাত্র জানতে পারলাম যে, যুক্তরাষ্ট্র সরকার আর সেদেশের নাগরিকদেরকে উত্তর কোরিয়া (ডিপিআরকে) ভ্রমণ করতে দেবে না।”

“২৭ জুলাইয়ের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। এই ৩০ দিন সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে উত্তর কোরিয়া ভ্রমণে যাওয়া যে কোনও নাগরিকের পাসপোর্টই সরকার বাতিল করবে।”