২০১৬ সালে বিশ্বে সন্ত্রাসী হামলা কমেছে: যুক্তরাষ্ট্র

বিশ্বে ২০১৬ সালে সন্ত্রাসী হামলার সংখ্যা এবং এ ধরনের হামলায় মানুষ নিহতের সংখ্যা কমেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 05:05 PM
Updated : 20 July 2017, 05:07 PM

আফগানিস্তান, সিরিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং ইয়েমেনে হামলা কমেছে। এ নিয়ে টানা দ্বিতীয়বছরের মত বিশ্বে সন্ত্রাসী হামলা কমল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ।

২০১৫ সালেও সন্ত্রাসী হামলা এর আগের বছরের তুলনায় ১৩ শতাংশ কমেছিল বলে জানিয়েছিল পররাষ্ট্রদফতর।

আর ২০১৬ সালে সন্ত্রাসী হামলা ২০১৫ সালের তুলনায় মোট ৯ শতাংশ কমে এসেছে। অন্যদিকে, এসব হামলায় হতাহতের সংখ্যা কমে এসেছে ১৩ শতাংশ।

গতবছর আইএস ছিল সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রুপ। ইরাকে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে এ জঙ্গি গোষ্ঠীটি ২০ শতাংশ বেশি হামলা চালিয়েছে এবং এ সব হামলায় ৬৯ শতাংশ বেশি মানুষ নিহত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের জন্য ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা উপাত্তে দেখা গেছে, গত বছর বিশ্বজুড়ে মোট ১১ হাজার ৭২ টি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় মানুষ নিহত হয়েছে ২৫ হাজার ৬শ’ জন।

২০১৬ সালে ১০৪ টি দেশে সন্ত্রাসী হামলা হয়েছে। তবে বেশিরভাগ হামলা হয়েছে মাত্র ৫ টি দেশে। ইরাক, আফগানিস্তান, ভারত, পাকিস্তান এবং ফিলিপাইনে।

সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনার তিন-চতুর্থাংশই ঘটেছে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, নাইজেরিয়া এবং পাকিস্তানে।