বেবুনের কান্ডে অন্ধকারে জাম্বিয়ার শহর

জাম্বিয়ার বিদ্যুৎকেন্দ্রে এক বেবুনের দুষ্টামিতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ঢাকা পড়ে দক্ষিণের পর্যটন শহর লিভিংস্টোন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 04:26 PM
Updated : 17 July 2017, 04:26 PM

বেবুনটি বিদ্যুৎকেন্দ্রে ঢুকে বৈদ্যুতিক লাইন ধরে টানাটানি করাতেই ঘটে এ বিপত্তি। রোববার সকালে এ ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়েন শহরটির ৫০ হাজার বাসিন্দা।

বেবুনটি তার ধরে টানাটানি করলেও মারা যাওয়ার মতো ‘বড় ধরনের কোনও বৈদ্যুতিক ঝটকা’ তার লাগেনি। তবে প্রাণীটি ‘মারাত্মক আাহত’ হয়েছে বলে বিবিসি কে জানিয়েছেন বিদ্যুৎ কোম্পানির মুখপাত্র হেনরি কাপাতা।

তিনি জানান, বন্যপ্রাণী সংগঠনের কর্মীরা বেবুনটিকে উদ্ধার করে নিয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহও আবার চালু হয়েছে।

জাম্বিয়ার পর্যটন শহর লিভিংস্টোনের বিদ্যুৎকেন্দ্রটি ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত হওয়ায় আশেপাশে বন্য প্রাণীর বিচরণ রয়েছে বলে জানিয়েছেন এক বিবিসি’র সংবাদদাতা।

গত বছর কেনিয়াতেও একই ধরনের ঘটনা ঘটেছিল। সে ঘটনায় একটি বানরের দুষ্টামিতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল গোটা দেশ।