পুতিন সমালোচক নেমৎসভ হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত ৫

রাশিয়ার বিরোধীদলীয় নেতা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক বরিস নেমৎসভ হত্যাকাণ্ডের মূল হোতাসহ ৫ জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 02:30 PM
Updated : 29 June 2017, 02:30 PM

হত্যাকাণ্ডের বিচারে আটমাসেরও বেশি সময়ের শুনানির পর বৃহস্পতিবার আদালত নেমৎসভকে হত্যাকারী জাউর দাদায়েভসহ আরও চার চেচেনকে দোষী সাব্যস্ত করে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ক্রেমলিনের কাছে নেমৎসভকে গুলি করে হত্যা করেন জাউর দাদায়েভ। তিনিসহ বিচারের কাঠগড়ায় দাঁড়ানো আরও চার চেচেন নেমৎসভকে হত্যার জন্য ২ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিল বলে অভিযোগ আছে।

দাদায়েভের সঙ্গে বাকী চারজনকে হত্যাকান্ডে সহযোগিতা করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত।