প্রথম সফরে হংকংয়ে চীনের প্রেসিডেন্ট জিনপিং

চীনের কাছে হংকং হস্তান্তরের ২০ বছর পূর্তিতে প্রথমবারের মতো হংকং সফরে  গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 08:19 AM
Updated : 29 June 2017, 09:30 AM

বৃহস্পতিবার সস্ত্রীক হংকং পৌঁছান তিনি, জানিয়েছে বিবিসি।

স্ত্রী পেং লিউয়ানকে নিয়ে তিনি হংকংয়ের চেক লাপ কক বিমানবন্দরে নামলে একটি সুসজ্জিত ব্যান্ড দল ও পতাকা নাড়িয়ে শিশুরা তাদের স্বাগত জানায়।

সফরে ১ জুলাই যুক্তরাজ্যের কাছ থেকে হংকংয় ফিরে পাওয়ার ২০ বছর পূর্তির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিবেন তিনি। তার সফরকে কেন্দ্র করে হংকংজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

‘এক দেশ, দুই পদ্ধতি’ ফর্মুলার অধীনে ১৯৯৭ সালে হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেয় যুক্তরাজ্য। এই ফর্মুলার অধীনে হংকং চীনের কাছ থেকে স্বায়ত্তশাসন ও স্বাধীন বিচার ব্যবস্থার নিশ্চয়তা পেয়েছে।  

যুক্তরাজ্যের সাবেক এই উপনিবেশের বিষয়গুলোতে চীনের ক্রমবর্ধমান হস্তক্ষেপের কারণে হংকংয়ের সঙ্গে চীনের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

জিনপিংয়ের সফরের সময় হংকংজুড়ে বেইজিংপন্থি দলগুলোর ও বেইজিং-বিরোধীদের বিশাল সমাবেশ হওয়ার কথা রয়েছে। তার সফরকে কেন্দ্র করে হংকংয়ের বেশ কয়েকজন সুপরিচিত বেইজিং-বিরোধী বিক্ষোভকারীকে আটক করেছে হংকং কর্তৃপক্ষ।