রাশিয়ার উপর ইইউর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

রাশিয়ার উপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)।

>>রয়টার্স
Published : 28 June 2017, 02:36 PM
Updated : 28 June 2017, 02:36 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ব্রাসেলসে সম্মেলনের পর বুধবার ইইউর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শক্তি, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রের সঙ্গে কোনো ধরনের বানিজ্য করা যাবে না।

২০১৪ সালের জুলাইয়ে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রুশ বাহিনীর ইউক্রেইনের কৃষ্ণসাগর উপদ্বীপ দখল এবং ইউক্রেইন সরকারের বিরুদ্ধে পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সরাসরি সমর্থন দেওয়ার কারণে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

যদিও রাশিয়া ইউক্রেইনের গৃহবিবাদে সরাসরি জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে।

তবে নেটোর দাবি, রুশ সরকার বিদ্রোহীদের এমনকি সেনা পাঠিয়েও সাহায্য করছে।

গত সপ্তাহে ব্রাসেলসে এক সম্মেলনে ইইউ নেতারা রাশিয়ার উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়নোর বিষয়ে একমত হন।

২০১৪ সালের এপ্রিল থেকে ইউক্রেইনের পূর্বাঞ্চলে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।

ওই সংঘাত বন্ধের আলোচনায় ‍কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ফ্রান্স ও জার্মানি।