নতুন ধরনের যুদ্ধজাহাজ নামাল চীন

সামরিক বাহিনীকে আধুনিকায়নের পথে থাকা চীন নিজেদের তৈরি নতুন ধরনের একটি যুদ্ধজাহাজ নামিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 09:51 AM
Updated : 28 June 2017, 09:51 AM

এপ্রিলে স্বদেশে নির্মিত প্রথম বিমানবাহী রণতরী নামানোর পর বুধবার নতুন ধরনের ডেস্ট্রয়ারটির নামালো দেশটি, বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে জানিয়েছে বিবিসি।

ব্যাপক পরীক্ষানিরীক্ষার পর ১০ হাজার টনের এই যুদ্ধজাহাজটি চীনের নৌবাহিনীতে মোতায়েন করা হবে। 

ডেস্ট্রয়ারটি নতুন ধরনের বিমান-বিধ্বংসী, ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী, জাহাজ-বিধ্বংসী এবং ডুবোজাহাজ-বিধ্বংসী অস্ত্রে সজ্জিত বলে জানিয়েছে সিনহুয়া।

চীনের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস জানিয়েছে, এটিকে ০৫৫ ডেস্ট্রয়ার শ্রেণির প্রথম যুদ্ধজাহাজ হিসেবে মনে করা হচ্ছে, এটি আগের ছোট ধরনের ০৫২ডি ডেস্ট্রয়ারের স্থলাভিষিক্ত হবে।

এপ্রিলে নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরী নামানোর পর এই ডেস্ট্রয়ারটিকে চীনা নৌবাহিনীর আরেকটি বৈশিষ্ট্যসূচক সংযোজন বলে বিবেচনা করছেন পর্যবেক্ষকরা। চীনা নৌবাহিনীর দুটি বিমানবাহী রণতরী আছে, প্রথমটি সোভিয়েত আমলে তৈরি একটি রণতরী যেটিকে ইউক্রেইনের কাছ থেকে কিনে নিয়েছিল চীন।