ট্রাম্প-মোদীর করমর্দন, আলিঙ্গন আর রসায়ন

‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানধারীর সঙ্গে দেখা হল ‘নয়া ভারত’ প্রবক্তার। কথা হল, করমর্দন হল, হল আলিঙ্গন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2017, 05:33 AM
Updated : 27 June 2017, 05:43 AM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার হোয়াইট হাউজে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ফার্স্ট লেডি মেলানিয়া।
এরপর দুই নেতার বৈঠকে হয় ট্রাম্পের ওভাল অফিসে; কেবিনেট রুমে হয় দ্বিপক্ষীয় বৈঠক, কথা হয় বাণিজ্য আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই নিয়ে।
রোজ গার্ডেনে যৌথ সংবাদ সম্মেলনে এসে প্রশংসায় পরস্পরের পিঠ চাপড়ে দেন মোদী আর ট্রাম্প। সেখানে তাদের আলিঙ্গন আর উষ্ণ করমর্দনের ছবি ক্যামেরাবন্দি করেন আলোকচিত্রীরা।  

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এর আগে কখনোই এত মজবুত ছিল না।

অন্যদিকে মোদী বলেন, তার ‘নয়া ভারতের’ পরিকল্পনার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’  দর্শনের অনেক সাযুজ্য আছে।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী মোদীর এটাই যুক্তরাষ্ট্র সফর। তার সম্মানে হোয়াইট হাউজের ব্লু রুমে ছিল নৈশভোজের আয়োজন। ট্রাম্পের আমলে কোনো বিদেশি অতিথির সম্মানে হোয়াইট হাউজে এই প্রথম কোনো নৈশভোজের আয়োজন।
চার ঘণ্টার এই সাক্ষাৎ শেষে বিদায় বেলায় ট্রাম্প আর মেলানিয়া গাড়ি পর্যন্ত পৌঁছে দেন মোদীকে। সেখানে আরেকদফা আলিঙ্গন 

ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্করের ভাষায়, এ হল ‘সম্পর্কের রসায়ন’। 

[ছবি: রয়টার্স, প্রতিবেদন: বিবিসি ও এনডিটিভি অবলম্বনে।]