ঈদ ডিনার আয়োজনের প্রথা ভাঙলেন ট্রাম্প

প্রায় দুই দশকের ঐতিহ্য ভেঙ্গে ঈদ উপলক্ষে হোয়াইট হাউজে ডিনারের আয়োজন করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 12:42 PM
Updated : 26 June 2017, 01:02 PM

সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের আমল থেকে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে হোয়াইট হাউজে ডিনারের আয়োজন করা হয়।

বিবিসি জানায়, এবারও বারবার ডিনার আয়োজনের অনুরোধ করা হলেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তা বাতিল করে দেন।

হোয়াইট হাউজে মুসলিম সম্প্রদায়ের আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ঈদ ডিনার। ফাইল ছবি: রয়টার্স

যদিও শনিবার হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে নিজের ও স্ত্রী মেলানিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে রোববার ঈদুল ফিতর উদযাপন করা হয়।

টিলারসনও শনিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভ কামনা জানান।

জানা যায়, ১৮০৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট টমাস জেফারসন তিউনিসিয়ার একটি কূটনৈতিক দলের জন্য সর্ব প্রথম হোয়াইট হাউজে ইফতারের আয়োজন করেছিলেন।

হোয়াইট হাউজে মুসলিম নেতাদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ঈদ ডিনার। ফাইল ছবি: রয়টার্

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ওয়েবসাইট ‘আইআইপি ডিজিটালে’ এ সংক্রান্ত একটি খবর প্রকাশ পেয়েছিল। যার শিরোনাম ছিল ‘টমাস জেফারসন ইফতার’। কিন্তু পরে ওই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

১৯৯৬ সালে ওই সময়ের ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন আবারও ঈদ ডিনার আয়োজনের পরিকল্পনা নেন।

১৯৯৯ সাল যা বাস্তবায়িত হয় এবং তখন থেকে প্রতি বছর হোয়াইট হাউজে ঈদ ডিনারের আয়োজন হয়ে আসছিল, যাতে যুক্তরাষ্ট্রের নামকরা মুসলিম নেতা, কূটনীতিক ও আইনপ্রণেতারা অংশ নিতেন।