ঈদের দিনে কাশ্মীরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১০

রাজ্যের রাজধানী শ্রীনগরসহ জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় ঈদের দিন সকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2017, 08:14 AM
Updated : 26 June 2017, 08:18 AM

সোমবারের এসব ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

শ্রীনগরের কেন্দ্রস্থলে ঈদগাহ প্রাঙ্গণের বাইরে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। কিন্তু স্থানীয় বাসিন্দারা এসে ঈদগাহে নামাজ পড়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে শুরু করে প্রতিবাদকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করে। প্রায় ২০ মিনিট পর প্রতিবাদকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

অনন্তনাগ শহরেও পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শহরের জাংলাত মান্ডি এলাকায় ঈদের নামাজ শেষে একদল উত্তেজিত জনতা পুলিশের দিকে পাথর নিক্ষেপ শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বারামুল্লা জেলার সোপোরে ও পাত্তন শহরেও ঈদের নামাজের পর জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে শ্রীনগরের জামা মসজিদের সামনে উত্তেজিত জনতা পুলিশের এক ডিএসপিকে পিটিয়ে মারে। এ ঘটনার অভিজ্ঞতায় জম্মু ও কাশ্মীরের পুলিশ সদস্যদেরকে ঈদের জমায়েতগুলো এড়িয়ে চলার নিদের্শ দেওয়া হয়েছিল।