মুসলমানদের ঈদ শুভেচ্ছা ট্রাম্পের

মুসলিম সম্প্রদায়কে ঈদুল ফিতরের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2017, 06:31 AM
Updated : 25 June 2017, 06:31 AM

রমজানের এক মাস রোজার পর চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার ঈদ।

এর আগে শনিবার হোয়াইট হাউজ থেকে পাঠানো এক বিবৃতিতে নিজের ও স্ত্রী মেলানিয়ার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান ট্রাম্প।

এতে তিনি বলেন, “পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের মুসলমানেরাও সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে ধমীয় বিশ্বাস এবং সেবার কাজে নিয়োজিত হয়েছিলেন। পরিবার এবং বন্ধু-বান্ধব নিয়ে খুশির ঈদ উদযাপনের সময় ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী এখন তারা নিকট প্রতিবেশীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের খাবার খাবেন।”

ট্রাম্প আরও বলেন, ‍“রমজানের সময়, সবাই ক্ষমা, সংযম এবং অপরের শুভচিন্তায় বিভোর ছিলেন। সারা বিশ্বের মুসলমানদের মতো আমরাও এই মূল্যবোধ সমুন্নত রাখার সংকল্প ব্যক্ত করছি।”