পূর্ব লন্ডনে ভবনে অগ্নিকাণ্ড, আহত ১

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে একটি চারতলা ভবনে আগুন লেগে একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 05:51 PM
Updated : 24 June 2017, 08:15 PM

শনিবার বিকালে তুরিন স্ট্রিটে ভবনটির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগে ছাদও পুরোপুরি পুড়ে গেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিকাল ৪টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বাহিনীর ১০টি গাড়ি এবং ৭২ জন কর্মীআগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ওই ভবনে ধোঁয়ায় অসুস্থ একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে ফায়ার ব্রিগেড জানিয়েছে।

ভবনটিতে আগুন লাগার পর বেথনাল গ্রিনের সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

গত ১৪ জুন ভোররাতে পশ্চিম লন্ডনে২৪ তলা গ্রেনফেল টাওয়ারে আগুন লেগে অন্তত ৭৯ জন নিহত হন।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের রাজধানীতে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর দেশজুড়ে বহুতল ভবনের অগ্নিনিরাপত্তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এরমধ্যে বেথনাল গ্রিনে এই অগ্নিকাণ্ডে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জর্জ শঙ্কর নামে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগুন ছড়িয়ে পড়ার মিনিট পাঁচেকের মধ্যে ভবনের পুরোছাদ থেকে ধোঁয়া উড়তে থাকে।

“সব জায়গায় ধোঁয়া, ওই ফ্ল্যাটের সব জানালা থেকেই ধোঁয়া বেরোচ্ছিল। এ অবস্থায় ৫০ মিটার নিচের রাস্তা দেখা যাচ্ছিল না।”

ওই এলাকার এমপিবাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ঘটনাস্থলেছুটে যান। গ্রেনফেল টাওয়ারের অভিজ্ঞতা থেকে এখানকার বাসিন্দারাও উদ্বিগ্ন হয়ে পড়েছিল বলে জানান তিনি।