সৌদি আরবে ঈদ রোববার

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 04:43 PM
Updated : 24 June 2017, 06:28 PM

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায় বলে ঈদও একদিন পর উদযাপিত হয়। রমজানও সৌদি আরবের একদিন পরই শুরু হয়েছিল।

সৌদি আরবে শনিবার ছিল রমজানের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর আকাশে চাঁদ দেখা যাওয়ায় সুপ্রিম কোর্ট চাঁদ দেখা কমিটি রোববার থেকে ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় বলে আরব নিউজ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতসহ ঊপসাগরীয় দেশগুলোতেও এদিন ঈদ উদযাপিত হবে বলে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে।

বাংলাদেশে রোববার চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। এদিন চাঁদ দেখা গেলে সোমবার, না গেলে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের মুসলিমরা।

তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকশ গ্রামের মুসলিমরা ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।