চীনের সিচুয়ানে ভূমিধসে নিখোঁজ শতাধিক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে পাহাড়ধসে একটি গ্রাম চাপা পড়ে ১২০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 03:53 AM
Updated : 24 June 2017, 03:03 PM

এর আগে নিখোঁজের সংখ্যা ১৪১ জন বলা হলেও পরে তা হ্রাস করা হয়।

শনিবার স্থানীয় সময় ভোর প্রায় ৬টার দিকে মাওজিয়ান কাউন্টিতে একটি পর্বতের এক দিক ধসে শিনমো গ্রামের উপর পড়ে, এতে গ্রামটির প্রায় ৪০টি বাড়ি ধ্বংস হয়ে যায় বলে জানিয়েছে স্থানীয় সরকার।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে সিনহুয়া জানায়, পর্বতের ধসে পড়া মাটি ও পাথরে একটি নদীর দুই কিলোমিটারের মতো অংশ বন্ধ হয়ে গেছে।

কয়েক ঘণ্টার ভারি বৃষ্টিপাতের কারণে ভূমিধসের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিখোঁজ লোকজনের অবস্থান শনাক্ত করতে ও তাদের উদ্ধার করতে সেখানে অভিযান চলছে।

উদ্ধার অভিযানে ‘চেষ্টার কমতি না রাখার’ অনুরোধ করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

উদ্ধারকারীরা দড়ি ব্যবহার করে বড় বড় পাথর সরানোর পর এক দম্পতি ও কোলের এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। মাটির নিচে চাপা পড়া জীবিত আর কেউ আছে কিনা তার খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, পাহাড়ের ধসে পড়া অংশে গাছ না থাকাই এ দুর্ঘটনার কারণ।

চীনের পিপলস ডেইলি সংবাদপত্রে প্রকাশিত ছবিতে কয়েকটি বুলডোজার দিয়ে মাটি ও বড় বড় বোল্ডার সরানোর চেষ্টা করতে দেখা গেছে।

সিসিটিভি জানিয়েছে, উদ্ধার অভিযানে পুলিশসহ ৪০০ উদ্ধারকারী নিয়োজিত রয়েছে।

চলতি বছরের ২২ জানুয়ারি দেশটির হুবেই প্রদেশে অপর এক ভূমিধসের ঘটনায় একটি পর্বতের পাদদেশের একটি হোটেল ভবন ৩০০০ ঘনমিটার মাটি ও পাথরের নিচে চাপা পড়ে ১২ জন নিহত হয়েছিল।