কাশ্মিরে ৩ লস্কর জঙ্গি নিহত, সেনা কর্মকর্তা আহত

কাশ্মিরের পুলওয়ামা জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে লস্কর ই তৈয়বা জঙ্গিদের গোলাগুলিতে তিন লস্কর জঙ্গি নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 08:26 AM
Updated : 23 June 2017, 10:03 AM

বুধবারের এ ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাও আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ওই দিন সন্ধ্যায় পুলওয়ামার কাকাপোরা এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে পরবর্তী ছয় ঘন্টা ধরে চলে।

কাকাপোরার একটি জনাকীর্ণ এলাকার একটি বাড়িতে নিষিদ্ধ ঘোষিত লস্কর ই তৈয়বায় যোগ দেওয়া স্থানীয় তিন ব্যক্তি লুকিয়ে আছে, গোয়েন্দা সূত্রে এমন খবর পাওয়ার পর সেখানে অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

রাজ্য পুলিশের এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, গোলাগুলি থামার পর এলাকাটিতে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এটি পুলওয়ামা জেলায় ‘বিচ্ছিন্নতাবাদীদের’ বিরুদ্ধে চালানো প্রথম সফল অভিযান বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এক কর্মকর্তা। বহু স্থানীয় ‘বিচ্ছিন্নতাবাদী’ ওই এলাকাটিতে লুকিয়ে আছে বলে ধারণা করা হয় এবং এলাকাটিতে তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক আছে বলে জানিয়েছেন তিনি।

ওই কর্মকর্তা আরও জানিয়েছে, পুলওয়ামায় গোলাগুলি চলার সময় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে শহরে হিজবুল মুজাহিদিনের দুই ‘বিচ্ছিন্নতাবাদী’ নিহত হয়। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ১২৪ রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড ও একটি থলি উদ্ধার করা হয়।