আফগানিস্তানে পুলিশ সদরদপ্তরে হামলায় ৬ পুলিশ নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পুলিশের একটি সদরদপ্তরে বন্দুকধারী ও আত্মাঘাতী হামলায় অন্তত ছয় পুলিশ নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 18 June 2017, 08:38 AM
Updated : 18 June 2017, 01:46 PM

আহতদের মধ্যে বেসামরিক নাগরিকরাও রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার ভোর সাড়ে ৬টায় পাকতিয়া প্রদেশের গারদেজ শহরের পুলিশ সদরদপ্তরে অন্তত ছয় বন্দুকধারী হামলা চালায়। এ সময় একটি আত্মঘাতী হামলাও চালানো হয়।

পুলিশ সদরদপ্তরের প্রবেশ ফটকে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের মধ্য দিয়ে হামলার শুরু হয় বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ।

এরপর আরো অন্তত ছয় হামলাকারী প্রবেশ পথে তাণ্ডব চালায়। এদের মধ্য দুজনকে গুলি করে হত্যা করে পুলিশ। দিনভর চেষ্টা করে অপর হামলাকারীদের প্রতিরোধ করে আফগানিস্তানের বিশেষ বাহিনীর সদস্যরা।

হামলায় দুই পুলিশ নিহত ও পাঁচজন আহত হওয়ার কথা প্রথমে জানিয়েছিলেন দানিশ।

পরে পাকতিয়া পুলিশ প্রধান তরিয়ালাই আব্দানি ছয় পুলিশ নিহত এবং ১২ জন আহত হওয়ার কথা জানান।

এর আগে গারদেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, তাদের হাসপাতালে অন্তত পাঁচটি মৃতদেহ ও ৩০ জন আহতকে নিয়ে আসা হয়েছে।

আহতদের মধ্যে ২০ জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো।

তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। হামলায় শতাধিক পুলিশ হতাহত হয়েছে বলে দাবি করেছেন জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এর আগে শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশে এক আফগান সেনার হামলায় অপর এক আফগান সেনা নিহত ও অপর এক সেনা আহত হয়েছে বলে জানিয়েছে দেশটিতে মোতায়েন নেটো নেতৃত্বাধীন বাহিনী।

হামলাকারী সরকারি সেনাকে নিজেদের অনুগত বলে দাবি করেছে তালেবান।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানজুড়ে হামলা বৃদ্ধি করেছে বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী তালেবান ও ইসলামিক স্টেট (আইএস)।