মার্কিন শিক্ষার্থী ওয়ার্মবিয়ারকে মুক্তি দিল উ. কোরিয়া

কারাবন্দি মার্কিন শিক্ষার্থী ওটো ওয়ার্মবিয়ারকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের বরাত দিয়ে গণমাধ্যম এ খবর দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2017, 02:47 PM
Updated : 13 June 2017, 02:56 PM

টিলারসন বলেন, ওয়ার্মবিয়ার যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা হয়েছেন।  উত্তর কোরিয়ায় বন্দি আরও তিন মার্কিন নাগরিকের মুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয় পিয়ংইয়েংর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

২০১৬ সালের মার্চে উত্তর কোরিয়ার একটি আদালত রাষ্ট্রবিরোধী অপরাধে ওয়ার্মবিয়ারকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।

বিবিসি জানায়, গত বছর জানুয়ারিতে (সরকার বিরোধী) প্রপাগান্ডা স্লোগান বহনকারী একটি জিনিস চুরির চেষ্টার অভিযোগে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ার্মবিয়ারকে (২১) আটক করা হয়।

মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান বর্তমানে উত্তর কোরিয়া সফরে আছেন। তার এই সফরের সময় ওয়ার্মবিয়ারের মুক্তির খবর প্রকাশ পেল।

রডম্যান উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জন-উনের বন্ধু। এর আগে ২০১৩ ও ২০১৪ সালে উত্তর কোরিয়া সফর করেন রডম্যান।