ইঞ্জিনে ছিদ্র নিয়ে সিডনিতে চীনা বিমানের জরুরি অবতরণ

যান্ত্রিক গোলযোগের কারণে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দর থেকে উড্ডয়নের এক ঘণ্টা পর সেখানে জরুরি অবতরণ করে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2017, 11:31 AM
Updated : 12 June 2017, 11:31 AM

বিবিসি ‍জানায়, পরে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে ছিদ্র খুঁজে পাওয়া যায়।

রোববার রাতে ফ্লাইট এমইউ৭৩৬ সিডনি থেকে সাংহাই যাচ্ছিল।স্থানীয় গণমাধ্যমকে যাত্রীরা বলেন, উড়োজাহাজের ভেতর পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল।

শেষ পর্যন্ত এয়ারবাস এ৩৩০ নিরাপদে সিডনি বিমানবন্দরে অবতরণ করে এবং কেউ হতাহত হয়নি।

কয়েকজন যাত্রী বলেন, উড্ডয়নের কিছুক্ষণ পরই তারা বাঁয়ের ইঞ্জিন থেকে বিকট শব্দ শুনতে পাচ্ছিলেন। এক ‍যাত্রী বলেন, “হঠাৎ করেই আমরা ওই আওয়াজ শুনতে পাই...এসময় পোড়া গন্ধও পাওয়া যাচ্ছিল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম।”

আরেক নারী যাত্রী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “একজন কেবিন ক্রু এসে আমাদের সিটবেল্ট বেঁধে নিতে বলেন এবং শান্ত থাকার অনুরোধ করেন। কিন্তু আমরা আসলে খুবই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম। কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছিলাম না।”

এক বিবৃতিতে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, “পাইলট বিমানের বাঁদিকে ইঞ্জিনে অস্বাভাবিক আওয়াজ পান এবং দ্রুত সিডনি বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।”

বিমানটির যাত্রীদের সোমবার অন্যান্য ফ্লাইটে করে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান তারা।