বিহারে ঝড়ে ২৪ জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য বিহারে ঝড়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2017, 11:58 AM
Updated : 29 May 2017, 03:17 PM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার ঝড়ের সময় বজ্রপাত ও ঘরের নিচে চাপা পড়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আট জন নারী।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিহারের আটটি জেলায় বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাকি ছয় জন ঘরের দেওয়ালের নিচে চাপা পড়ে মারা গেছেন।

ঝড়টি বিহারে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ কিলোমিটার থেকে ৭০ কিলোমিটার।

বঙ্গপোসাগরে নিম্নচাপের কারণে ভারতে আগাম মৌসুমি বৃষ্টিপাত শুরু হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর উত্তরপূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মানিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে অতি ভারি বর্ষণের সতর্কতা জারি করেছে।

বঙ্গপোসাগরে সৃষ্ট ওই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং  সাগরে আরও উত্তর দিকে সরে গিয়ে এখন প্রতিবেশী বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘মোরা’।

এরআগে, নিম্নচাপের প্রভাবে শ্রীলঙ্কায় অতি ভারি বৃষ্টিপাত হয় এবং যার প্রভাবে গত সপ্তাহ থেকে দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলের ১৪টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার কারণে কোথাও কোথাও ভূমিধসের ঘটনাও ঘটেছে।

বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত সেখানে ১৪৬ জনের মৃত্যুর খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।