মিসিসিপিতে গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রের মিসিসিপির লিংকন কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 02:23 PM
Updated : 28 May 2017, 04:31 PM

নিহতদের মধ্যে স্থানীয় শেরিফের একজন ডেপুটিও রয়েছেন।

মিসিসিপির ব্যুরো অব ইনভেস্টিগেশনের মুখপাত্র ওয়ারেন স্টেইন বলেন, শনিবার মধ্যরাতের পর লিংকন কাউন্টির প্রত্যন্ত অঞ্চলের তিনটি আলাদা বাড়িতে গুলির ঘটনা ঘটে।

বিবিসি জানায়, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রোববার ভোরে ৩৫ বছরের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমে ওই ব্যক্তির নাম কোরি গডবোল্ট বলা হয়।

কি কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে এখনই নিশ্চিত হয়ে কিছু বলছে না পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ফোনে বন্দুকধারীর হামলার খবর পেয়ে শেরিফ কার্যালয়ের একজন ডেপুটি ঘটনাস্থলে যান। ওই সময় সন্দেহভাজন আটক ‘ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে’।

বাকি নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

মিসিসিপির গভর্নর ফিল ব্রিয়ান্ত এ ঘটনাকে ‘অনর্থক হত্যাকাণ্ড’ বলে বর্ণনা করেন।