যুক্তরাষ্ট্রে ‘মুসলিম বিদ্বেষীর’ ছুরিতে প্রাণ গেল দুইজনের

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে কমিউটার ট্রেনে হিজাব পরা তরুণীকে হয়রানির হাত থেকে বাঁচাতে গিয়ে মুসলিম বিদ্বেষী এক ব্যক্তির ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 04:32 AM
Updated : 28 May 2017, 06:30 AM

বিবিসি জানিয়েছে, শুক্রবার হলিউড ট্রানজিট স্টেশনে এ ঘটনায় আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারীকে গ্রেপ্তারের পর পুলিশ জানিয়েছেন, জেরেমি জোসেফ ক্রিস্টিয়ান নামের ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি পোর্টল্যান্ডে থাকেন। তিনি একজন দাগী আসামি।

নিহতদের মধ্যে অরিগনের হ্যাপি ভ্যালির বাসিন্দা রিকি জন বেস্ট (৫৩) ঘটনাস্থলেই মারা যান। যুক্তরাষ্ট্রের সাবেক এই সেনা সদস্য ওই ট্রেনে করে কাজের জায়গা থেকে বাড়ি ফিরছিলেন।  

সাউথইস্ট পোর্টল্যান্ডের ২৩ বছরের তরুণ তালিয়েসিন মিরদিন নামকাই মেচের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। ইকোনমিক্সে ডিগ্রি নেওয়ার পর তিনি একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করছিলেন। 

আহত মিকাহ ডেভিড কোলে ফ্লেচার (২১) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছেন। আপাতত তার প্রাণ সংশয় নেই বলে জানিয়েছে পুলিশ।  

গ্রেপ্তারের পর হামলাকারী জেরেমি যোশেফ খ্রিস্টিয়ান। ছবি: পোর্টল্যান্ড পুলিশ

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকালে একসঙ্গ দুই তরুণী ওই ট্রেনে ওঠেন; তাদের মধ্যে মুসলিম একজনের মাথা হিজাবে ঢাকা ছিল।

তাদের দেখার পর ওই ট্রেনের যাত্রী জেরেমি জোসেফ ক্রিস্টিয়ান ইসলাম বিদ্বোষী উক্তি করতে শুরু করেন।  

দুই তরুণীর মধ্যে একজনের মা ডিজুয়ানা হাডসন বলেন, “সে বলছিল, সব মুসলমানের মরে যাওয়া উচিৎ।”

পুলিশ সার্জেন্ট পিট সিম্পসনও বলেছেন, গ্রেপ্তার ওই ব্যক্তি এমন সব কথা বলছিল, যা ‘হেইট স্পিচের’ পর্যায়ে পড়ে।   

ওই সময় তিন যাত্রী ওই দুই তরুণীর পক্ষে দাঁড়ান। তাদের একজন ক্রিস্টিয়ানকে বলেন, এই ভাষায় কথা বলা তার উচিৎ হচ্ছে না।  

তাতে ক্ষুব্ধ হয়ে ক্রিস্টিয়ান ছুরি নিয়ে তাদের ওপর চড়াও হন এবং হতাহতের এই ঘটনা ঘটে বলে সার্জেন্ট পিট সিম্পসন জানান।

নিহত তরুণ তালিয়েসিন মিরদিন নামকাই মেচের মা ফেইসবুকে লিখেছেন, সে ছিল একজন হিরো এবং সে হিরো হয়েই থাকবে।