যুক্তরাষ্ট্রে ‘মুসলিম বিদ্বেষীর’ ছুরিকাঘাতে নিহত ২

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ট্রেনে এক ব্যক্তির ছুরিকাঘাতে দুই যাত্রী নিহত এবং আরেক যাত্রী আহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 27 May 2017, 02:42 PM
Updated : 27 May 2017, 02:42 PM

পুলিশ জানায়, হামলাকারী খুব সম্ভবত মুসলিম বিদ্বেষী এবং তিনি আপাতত ‍দৃষ্টিতে মুসলিম মনে হচ্ছিল এমন দুই নারীকে হয়রানি করার সময় হতাহতরা তাকে থামাতে যায়।

ওই দুই নারীর মধ্যে একজনের মাথায় স্কার্ফ ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুসলিমদের পবিত্র মাস রমজান শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে।

পোর্টল্যান্ড পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “হলিউড ট্রানজিট স্টেশনে এক ব্যক্তি আপাতত দৃষ্টিতে মুসলিম মনে হওয়া দুই নারীকে গালাগালি করা শুরু করে।”

“ট্রেনে থাকা অন্য যাত্রীরা তাকে থামানোর চেষ্টা করলে ওই ব্যক্তি ছুরি হাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হয়, হাসপাতালে নেওয়ার পথে অন্য এক যাত্রী মারা যান। এ ঘটনায় আরও একযাত্রী আহত হয়েছেন।”

হামলাকারী ট্রেন থেকে নেমে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম জেরেমি জোসেফ ক্রিস্টিয়ান(৩৫)। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

এ হামলার পর কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানানো হয়েছে।