ইসলামপন্থি জঙ্গিদেরকে আলোচনায় ডাকলেন দুতের্তে

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে ইসলামপন্থি জঙ্গিদেরকে বৈরিতা পরিহার করে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।

>>রয়টার্স
Published : 26 May 2017, 01:57 PM
Updated : 26 May 2017, 01:57 PM

মারাউই শহরে জঙ্গিদের রক্তক্ষয়ী অবরোধ অবসানের চেষ্টায় দুতের্তে এ আহ্বান জানিয়েছেন।

মারাউইতে মঙ্গলবার থেকে ইসলামিক স্টেটপন্থি (আইএস) বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর শুরু হওয়া লড়াইয়ে বিদেশি যোদ্ধারাও আছে বলে জানিয়েছেন দুতের্তে।

তিনি বলেন, এতে করে বোঝা যায় মিন্দানাওয়ে আইএস তাদের হাত শক্তিশালী করেছে। কিন্তু শান্তির আশা এখনও আছে।

আইএস এর কথা উল্লেখ করে কাছের লিগান গ্রামে সেনাদেরকে দুতের্তে বলেন, “আপনারা বলতে পারেন আইএস এখানে ইতোমধ্যেই আছে।”

মূলত অপরপক্ষের সন্ত্রাসীদের প্রতি আমার বার্তা হচ্ছে, “আমরা এখনও আলোচনার মধ্য দিয়ে সঙ্কট সমাধান করতে পারি।”

মারাউই থেকে আইএসপন্থি বিদ্রোহীদের তাড়াতে ফিলিপিন্স সরকার বিশেষ কমান্ডো বাহিনীও পাঠিয়েছে। কিন্তু শুক্রবার এ বাহিনী জঙ্গিদের কাছ থেকে তীব্র প্রতিরোধের মুখে পড়েছে। লড়াইয়ে ১১ সেনা এবং ৩১ জঙ্গি নিহত হয়েছে।